Print

Bhorer Kagoj

টফি অ্যাপে আর্জেন্টিনা-সৌদি ম্যাচের দর্শক এক কোটি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৩, ২০২২ , ৯:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৩, ২০২২, ৯:৩৫ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক

টফি অ্যাপে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ দেখেছেন এক কোটির বেশি দর্শক। মঙ্গলবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিজিটাল বিনোদনের এ অ্যাপটি।

টফির পরিচালক আবদুল মুকিত আহমেদ জানিয়েছেন, আমরা যে সাড়া পেয়েছি, তা সত্যিই অসাধারণ। পুরো বিশ্বকাপেই উন্নত মানের স্ট্রিমিং সেবা পাওয়া যাবে টফিতে। খবর বোলা ভিআইপির।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ ২০২২–এর ম্যাচগুলো স্মার্টফোনে সরাসরি দেখাচ্ছে টফি। গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে টফি অ্যাপ নামিয়ে স্মার্টফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা টেলিভিশনে বিশ্বকাপের খেলা দেখা যায়। অ্যাপের পাশাপাশি ওয়েবসাইটেও খেলা দেখা যাবে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]