Print

Bhorer Kagoj

খল অভিনেতা মুকুল তালুকদার আর নেই

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২২ , ১:৩৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২০, ২০২২, ২:২৭ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ঢালিউডের খল অভিনেতা শহীদ উল্লাহ তালুকদার মুকুল ওরফে মুকুল তালুকদার আর নেই।

রবিবার (২০ নভেম্বর) ভোরে শেরপুরের নালিতাবাড়ী শহরের মধ্যবাজারস্থ নিজ বাস ভবনে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ক্রীড়া, সাংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে হাঁটাহাঁটি শেষে বাসায় ফেরেন শহীদ উল্লাহ তালুকদার মুকুল। এ সময় বাসায় কোনো লোকজন ছিল না। এর কিছুক্ষণ পর খোলা দরজা দিয়ে বাসার এক ভাড়াটিয়া মুকুল তালুকদারকে মেঝেতে অচেতন অবস্থা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লোকজন এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তিনি স্ত্রী, ছেলে, এক মেয়ে, ছোট বোন ও ছোট ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খায়রুন সুন্দরী সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন মুকুল তালুকদার। প্রায় ২০টির মতো সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। উপজেলার কাকরকান্দি ইউনিয়নে টানা দুইবার ইউপি চেয়ারম্যান ছিলেন এ অভিনেতা। ঝিনাইগাতি আদর্শ ডিগ্রি কলেজে শিক্ষকতাও করেছেন মুকুল তালুকদার। এক সময়ের এই ফুটবল তারকা এলাকায় নানা অঙ্গনে সম্পৃক্ত ছিলেন।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]