দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জ্যেষ্ঠতা নির্ধারণ না করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের দেয়া ৫০ শতাংশ গণনা অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।
রবিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।
জাতীয়করণকৃত ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরচকালের ৫০ শতাংশ গণনা অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণের রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।
হাইকোর্টের সেই রায় রবিবার স্থগিতের পাশাপাশি স্থিতিবস্থা দেয় আপিল বিভাগ। সেই সাথে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের অনুমতি দেয়া হয়।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]