Print

Bhorer Kagoj

বিশ্বমঞ্চে মেসির চমক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১০, ২০২২ , ১:০০ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৪, ২০২২, ৩:৪২ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক

শৈশবে ফুটবল প্রতিভার কারণে ব্যাপক সাড়া পেয়েছেন লিওনেল মেসি। গ্রোথ হরমোনের সমস্যার কারণে কৈশোরে অনেক ক্লাবকে আকৃষ্ট করে তুলতে পারলেও অনেকে আবার ‍পিছিয়ে এসেছেন। কেননা এর চিকিৎসা ছিলো ব্যয়বহুল
১৩ বছর বয়সে মেসিকে বার্সেলোনার অঙ্গ সংগঠন যুব একাডেমিতে আনে। কথিত আছে, একাডেমির তৎকালীন পরিচালক মেসির খেলা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, কাগজ না পেয়ে রুমালে চুক্তিপত্রে সই করেছিলেন
২০০৪ সালের অক্টোবরে বার্সেলোনার মূল দলে অভিষিক্ত হন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরপর বিশ্বসেরা হয়ে উঠতে খুব বেশি সময় নেননি
ফুটবল ক্যারিয়ারে পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার সম্মান। স্প্যানিশ লিগসহ এক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড, এক মৌসুমে ইউরোপীয় ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড, এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ গোলের রেকর্ড এবং এল ক্লাসিকোতে সর্বোচ্চ গোলের রেকর্ড আছে আর্জেন্টাইন এই তারকার
সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের পাশাপাশি লা লিগায় সর্বোচ্চ গোল সহায়তা বা অ্যাসিস্টের রেকর্ডও লেখা হয়েছে মেসির নামের পাশে
বার্সেলোনা ছেড়ে মেসি ২০২১ সালে দুই বছরের চুক্তিতে যোগ দেন প্যারিস সেন্ট জ্যামাইকা (পিএসজি) ক্লাবে। পরবর্তী চুক্তির সময়সীমা আরো বাড়ানো হয়
প্লেমেকার ও গোলদাতার ভূমিকায় অনন্যতা পেয়েছেন মেসি। গোল করানো ও আক্রমণ সাজানো- দুই ভূমিকাতেই নেতৃত্ব দিয়েছেন তিনি। জাতীয় দল ও ক্লাবের হয়ে মেসির গোল এরই মধ্যে ছয়শতাধিক
শৈশবের প্রেমিকা আন্তোনেয়া রোকুজ্জোকে বিয়ে ২০১৭ সালের জুনে বিয়ে করেন মেসি। এই দম্পতির তিনটি ছেলে। ২০১২ সালে জন্ম নেয় থিয়াগো, ২০১৫ সালে মাতেও ও ২০১৮ সালে জন্ম নেয় চিরো
ফুটবল বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের অন্যতম মেসি। ইউনিসেফ, নিজের মেসি ফাউন্ডেশনসহ আরও কিছু দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এছাড়া, শিশুদের ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন
দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু বিতর্কের সঙ্গেও জড়িয়ে গেছে মেসির নাম। এর মধ্যে স্পেনে কর ফাঁকির অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হওয়া, আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের এক ম্যাচে রেফারিকে গালি দিয়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া। অবশ্য পরে সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমানো হয়
লিওনেল মেসি প্রায় একার জাদুতে ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দলকে নিয়ে গেছেন

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]