নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ পাথর জব্দ করেছে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
রবিবার (১৩ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে চার হাজার ৩শ’ ৭৪ সিএফটি পাথর জব্দ করা হয়।
পূর্বছাতনাই ইউনিয়ন ভূমি কর্মকর্তার তথ্যমতে, জব্দকৃত পাথরগুলো মো. শহিদুল ইসলাম, পিতা বাশার উদ্দিন ও মো. শরিফ উদ্দিন, পিতা বছির উদ্দিনের জমাকৃত জায়গা থেকে জব্দ করা হয়।
সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকা ও বালু-পাথর মহাল ইজারা প্রদান বন্ধ থাকা সত্বেও বিক্রির জন্য অবৈধভাবে খনিজ বালু-পাথরসমৃদ্ধ তিস্তা নদীর তীর কেটে এমনকি নদী হতে বালু ও পাথর মজুদ করে রাখে স্থানীয় কয়েকটি চক্র।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। মন্ত্রণালয়ে আমরা পত্র দিব, তারা প্রতিনিধি দল দিবেন। প্রতিনিধি দিলে আমরা মাইকিং ও বিজ্ঞপ্তি দিয়ে উন্মুক্ত নিলাম পরিচালনা করবো।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]