Print

Bhorer Kagoj

রাজস্থানে ছাত্রীর প্রেমে স্কুলশিক্ষিকা, অতঃপর বিয়ে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২২ , ১২:২৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২২, ১২:২৬ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ভারতের রাজস্থানে এক স্কুলশিক্ষিকা তার ছাত্রীকে বিয়ে করতে লিঙ্গ পরিবর্তন করেছেন। গত রবিবার (৬ নভেম্বর) ওই দম্পতি বিয়ে করেছেন।

ওই শিক্ষিকার নাম মীরা। রাজস্থানের ভরতপুরে একটি স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন তিনি। খবর এনডিটিভির।

মীরা প্রেমে পড়েন তারই ছাত্রী কল্পনা ফৌজদারের। একসময় বিয়ে করার জন্য তাকে অস্ত্রোপচারে নিজের লিঙ্গ পরিবর্তন করেন। নাম বদলে রাখেন আরভ কুন্তল। এ প্রসঙ্গে আরভ বলেন, ‘প্রেমে সবকিছুই বৈধ। সেই কারণে আমার লিঙ্গ পরিবর্তন করেছি।’

স্কুলে শারীরিক শিক্ষার ক্লাস চলাকালে কল্পনার সঙ্গে দেখা হয় মীরার। স্কুলের খেলার মাঠে তাদের কথোপকথনের একপর্যায়ে কল্পনার প্রেমে পড়ে যান তিনি। কল্পনা স্টেট লেভেলে কাবাডি খেলেন। আগামী জানুয়ারিতে একটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের জন্য তিনি দুবাই যাবেন বলে জানা গেছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]