কোরিয়ার পূর্ব উপকূলে স্বল্পপাল্লার আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
শুক্রবার (২৮ অক্টোবর) কাংওয়ান প্রদেশের টংচোন এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস)। খবর বিবিসি, সিএনএন, রয়টার্স ও এপির।
সিউলের ১২ দিনের ‘হোগুক’ সামরিক মহড়ার শেষ দিনে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাহিনী ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামে বড় ধরনের যৌথ বিমান মহড়ার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]