দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়ে গেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় লেনদেন শুরুর এক ঘণ্টা পর কারিগরি ত্রুটি দেখা দিলে ১০টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়।
ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা শফিকুর রহমান লেনদেন বন্ধের বিষয়টি জানিয়েছেন।
কোন ধরনের কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ডিএসইর সংশ্লিষ্ট একাধিক সূত্র। আজ বাকি সময়ে আদৌ লেনদেন চালু করা যাবে কি না, সেটিও নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]