Print

Bhorer Kagoj

প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২২ , ৩:১৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৪, ২০২২, ৩:১৭ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

এখন আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। তবে যারা প্রশ্ন ফাঁসের চেষ্টা করে বা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে শহরের বাবুরহাট এলাকায় সর্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত স্বর্গীয় কুলদা প্রসাদ দে বাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষা নিয়ে আমরা এরই মধ্যে একটি পর্যালোচনা সভা করেছি। সভায় এসএসসি পরীক্ষার কোথায় কোনো ত্রুটি-বিচ্যুতি হয়েছে কি না এবং কিভাবে তা আমরা মোকাবিলা করেছি সে বিষয়গুলো আলোচনা হয়েছে। এর মাধ্যমে আমরা যেন আসন্ন এইচএসসি পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করতে পারি, সে চেষ্টায় করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমরা বিশ্বাস করি, এখানে সব ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। ধর্মের ওপর ভিত্তি করে কেউ কারও ওপর জোর-জবরদস্তি করবে না। কারও ওপর অত্যাচার জুলুম করবে না।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]