ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নয়াপল্টনে চলছে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ।
বিকেল তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে সমাবেশ শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর পরিচালনায় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন।
কর্মসূচিতে বিএনপির আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আব্দুল মোনায়েম মুন্না সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]