পূজা উৎসব আরও বর্ণিল করার প্রয়াসে দেশি ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট নিয়ে এসেছে বৈচিত্র্যময় নতুন পোশাক। ব্র্যান্ডটি এ বছর পূজার জন্য মানডালা, ট্রাইবাল ও ফ্লোরাল মোটিফের অনুপ্রেরণায় এবং বিচিত্র রঙের বিন্যাসে চলমান ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করেছে শারদ কালেকশন। ক্ল্যাসিক আবহের সঙ্গে রেট্রো লুকের সমন্বয়ে নতুন মাত্রা যোগ হয়েছে পোশাকগুলোতে।
এ ছাড়া রাখা হয়েছে কিছু ঐতিহ্যবাহী প্যাটার্ন। আরাম, সময়, স্থান ও উৎসবের কথা মাথায় রেখে পোশাকের ডিজাইন করা হয়েছে। রয়েছে জমকালো কাজের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া ও কটি । এ ছাড়া থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক। ট্রেন্ডের সঙ্গে এখন আরামের বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ফেব্রিক হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে সুতি, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, সিল্ক, পেপার সিল্ক, অরগাঞ্জা ইত্যাদি। যা শরতের আবহাওয়ায় স্বাচ্ছন্দ্যের পাশাপাশি উৎসবকে আকর্ষণীয় করে তুলবে। পূজার সংগ্রহের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং কারচুপির কাজ।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]