রাজধানীর পল্টনে হকার ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে মারামারিতে দুই পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে পল্টন মোড়ে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- তৃতীয় লিঙ্গের কমলা (১৮), লিজা (১৮), রশি (১৮) ও রুমি (১৯)। আর হকার ফেরদাউস আহমেদ (২১) ও আদিজ মিয়া (২৫)।
আহত কমলা অভিযোগ করে জানান, তারা পল্টন মোড়ে একটি ভ্রাম্যমাণ খাবারের দোকানে যান খাবার খেতে। তখন হকাররা সেখানে বসে খাবার খাচ্ছিলেন। তাদেরকে দ্রুত খাবার খেয়ে সেখান থেকে উঠে যেতে বলেন তারা। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
তবে আহত হকার আদিজ মিয়ার অভিযোগ, এক রিকশার যাত্রীর কাছ থেকে তারা দশ টাকা দাবি করেন। তখন ওই রিকশা আরোহী ভাংতি টাকা না থাকায় একশ টাকার নোট দেন এবং বাকি ৯০ টাকা ফেরত চান। হিজড়ারা পুরো টাকাই নিয়ে যাচ্ছিল। তখন আদিজ প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে যায় তারা। তখন তাকে মারধর করতে থাকে। দেখতে পেয়ে আশপাশে থাকা অন্য হকাররা এসে বাধা দিলে দুই পক্ষের মারামারি হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তৃতীয় লিঙ্গের চারজন ও দুই হকার আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের অবস্থা গুরুতর নয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]