Print

Bhorer Kagoj

দিরাইয়ে ঝড়ের কবলে নৌকাডুবিতে একজনের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২২ , ৫:১৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ১৪, ২০২২, ৫:২৩ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

সুনামগঞ্জের দিরাইয়ে চাপতির হাওরে নৌকাডুবির ঘটনায় মুজিবুর রহমান (৫০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চাপতির হাওরের কালীভুই বিলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর দিরাই পৌরসভার চণ্ডিপুর গ্রামের শফিক উদ্দিন রাজার ছেলে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান কবির মিয়া বিষয়টি নিশ্চিত করেন।   তিনি বলেন, চাপতির হাওরে বুধবার রাতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা তিনজনের মধ্যে একজন জীবিত থাকলেও দুজন নিখোঁজ হন। তার মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার রাত ৯টার দিকে ঝড়ের কবলে পড়া একই নৌকায় অবস্থানকরা পারভেজ (২৫) নামে অন্য একজনকে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করে স্থানীয় একটি নৌকার চালকেরা। পরে চিকিৎসার জন্য দিরাই হাসপাতালে ভর্তি করা হয় পারভেজকে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাঁসের জন্য খাবার সংগ্রহ করতে ছোট নৌকা করে চাপতির হাওরে যায় তারা। বুধবার সন্ধ্যায় হঠাৎ ঝড়ে আফালে উত্তাল হয়ে উঠে চাপতির হাওর।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]