ঈদুল আজহা উপলক্ষে টিএম রেকর্ডস থেকে প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘হারিয়ে গেলাম’।
তাপসের কথা, সুর ও সঙ্গীতায়োজনে ওই গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী লুইপা ও পাপন। মিউজিক ভিডিওর ফ্রেমে চমক হিসেবে রোমান্সে বন্দী হয়েছেন টলিউডের হার্টথ্রব তারকা যুগল নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে গানটির টিজার। ৩৬ সেকেন্ডের টিজারে বর-কনের বেশে লুইপা ও পাপনের সুরের ইন্দ্রজালে জড়িয়েছেন নুসরাত ও যশ। ফারজানা মুন্নির প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।
গানটির টিজার দেখুন : হারিয়ে গেলাম হৃদয়ে তোমার
গানটি নিয়ে কথা শুরু হলে লুইপা বলেন, এই গান আমার সঙ্গীতজীবনের অমূল্য অর্জন। গানটি যদি আমার লেখা ও সুর হতো আমি তা কাউকে দিতাম না- নিজের কাছেই রেখে দিতাম। তাপস ভাই অনেক বড় মনের মানুষ, তিনি সত্যিই প্রমাণ করেছেন- তিনি আমাদের সঙ্গীত জগতের অভিভাবক। আমি মনে করি তার গানগুলো গাইতে পারা আমার জন্য আশীর্বাদ।
যাত্রা শুরুর পর থেকেই দারুণ সব গানে একের পর এক চমক যুক্ত করে ইতোমধ্যেই দর্শক-শ্রোতা হৃদয়ের অন্তঃস্থলে পৌঁছেছে টিএম রেকর্ডস। বাংলা গানকে আন্তর্জাতিক মানে বিশ্বময় উপস্থাপনের অঙ্গীকার নিয়ে পথ চলা টিএম রেকর্ডসের গানগুলো ইতিমধ্যেই পৌঁছেছে কোটি শ্রোতার কানে।
প্রতিষ্ঠানটি জানায়, তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৮ জুলাই) রাত আটটায় ‘হারিয়ে গেলাম’ গানটি প্রকাশিত হতে যাচ্ছে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]