Print

Bhorer Kagoj

চুয়াডাঙ্গার সেই নারী মাঙ্কিপক্সে আক্রান্ত নন: মেডিকেল বোর্ড

প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০২২ , ৬:৫০ অপরাহ্ণ | আপডেট: জুন ১০, ২০২২, ৬:৫০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

চুয়াডাঙ্গার সেই নারী মাঙ্কিপক্সে আক্রান্ত নন বলে জানিয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল বোর্ড। শুক্রবার (১০ জুন) এ সিদ্ধান্ত জানানো হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক ও মেডিকেল বোর্ডের সভাপতি আবুল হোসেন জানান, ওই নারীর শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ পাওয়া যায়নি। তবে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াজনিত এক ধরনের চর্মরোগ মনে হওয়ায় তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

সকালে ওই নারীকে বাড়ি থেকে এনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে পর্যবেক্ষণে রাখা হয়। সুস্থ না হওয়া পর্যন্ত ওই কক্ষেই থাকবেন তিনি।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় নারীর শরীরে অনেক ফোস্কা, চিকিৎসা নিতে এসে পর্যবেক্ষণে

এর আগে এ ঘটনায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আতাউর রহমান মুন্সী জেলার সিভিল সার্জন সাজ্জাৎ হাসানের সঙ্গে পরামর্শ করে বৃহস্পতিবার তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেন।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]