Print

Bhorer Kagoj

সাকিবের কল্যাণে তৃপ্তিময় তৃতীয় দিন

প্রকাশিত হয়েছে: মে ২৫, ২০২২ , ৬:০৯ অপরাহ্ণ | আপডেট: মে ২৫, ২০২২, ৬:২৫ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ঢাকা টেস্টে তৃতীয় দিন বুধবার (২৫মে) সকালে বল হাতে চমক দেখান সাকিব। এদিন তিনি লঙ্কানদের গুরুত্বপূর্ন ২ উইকেট শিকার করেন। বিশ্বসেরা অলরাউন্ডার দিনের শুরুতে দিমুথ করুনারত্নে ও বিকেলে ধনঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফেরান। মূলত সাকিবের কল্যাণে তৃতীয় দিন শেষে তৃপ্তির ঢেকুর তুলে মাঠ ছাড়ে মুমিনুল-মুশফিকরা। সাকিব ৩টি উইকেট শিকার করেছেন। আর ইবাদত নিয়েছেন ২ উইকেট। এছাড়া ৫ উইকেট খুইয়ে ২৮২ রান তুলে তৃতীয় দিন শেষ করে লঙ্কানরা। সফরকারীরা এখনো ৮৩ রান পিছিয়ে আছে। উইকেটে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ৫৮ ও দিনেশ চান্দিমাল ১০ রান।

এদিকে এর আগে তৃতীয় দিন বৃষ্টির পর উইকেট কামড়ে ধরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। তবে সাকিব পড়ন্ত বিকালে স্বস্তি ফেরান টাইগার শিবিরে। তিনি ঘূণি জালে ধনঞ্জয়া ডি সিলভাকে পরাস্ত করেন। সাকিবের বলে উইকেটের পিছনে লিটনের হাতে ক্যাচ দেন ডি সিলভা। তিনি সাজঘরে ফেরার আগে ৯৫ বলে ৫৮ রান করেন।

এদিকে দুপুর ১২টায় প্রথম সেশনের শেষ ওভারে সাকিব বোলিংয়ে এসে একটি বল করলে শুরু হয় বৃষ্টি। ফলে ৫ বল আগেই মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। বৃষ্টির কারণে এক সেশনের বেশি সময় বন্ধ ছিল ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ অফিশিয়ালরা কয়েক দফা মাঠ পরিদর্শন করেন। এরপর সিদ্ধান্ত জানানো হয়, বিকাল ৪টায় শুরু হবে ঢাকা টেস্ট।

এছাড়া তৃতীয় দিন সকালে পেসরার ইবাদতের পর উইকেট শিকার করেন সাকিব। তিনি ভয়ংঙ্কর হয়ে ওঠার আগে অধিনায়ক দিমুথ করুনারত্নেকে বোল্ড করেন। লঙ্কান দলপতি ১৫৫ বলে ৮০ রান করেন। বিশ্বসেরা অলরাউন্ডারের হাত ঘুরানোর ধরন দেখে স্বস্তিময় ভঙ্গিতে ব্যাট চালায় করুনারত্নে। আর এতেই নিজের বিপদ ডেকে আনেন লঙ্কান দলপতি।

এদিকে ঢাকা টেস্টে তৃতীয় দিন কিছু বুঝে উঠার আগেই টাইগার পেসার ইবাদতের দ্বিতীয় বলে বোল্ড হন রাজিথা। তিনি ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। ফলে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শুরুটা সাফল্য নিয়ে শুরু করে বাংলাদেশ। এদিন ২২২ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নামলে লঙ্কান দলপতি এবাদতের প্রথম বলে সিঙ্গেল নেন। তার পরের বলেই রাজিথার অফস্টাম্প উপড়ে দ্বিতীয় উইকেটের দেখা পান এবাদত।

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে নিজদের প্রথম ইনিংসে সব উইকেট খ্ইুয়ে ৩৬৫ রান তুলেছে বাংলাদেশ। মূলত মুশফিক-লিটনের ব্যাটে তৃপ্তির ডেকুর তুলেছে টাইগাররা। কিন্তু ক্যাচ মিস আর রিভিউ নিয়ে টানাটানি করে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন পার করে মুমিনুল বাহিনী। সেই সুযোগে ব্যাট হাতে লঙ্কানরা ভালই জবাব দিয়েছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]