Print

Bhorer Kagoj

রাজধানীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২২ , ৩:২৬ অপরাহ্ণ | আপডেট: মে ১০, ২০২২, ৩:২৬ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতনামা এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। তার পড়নে ছিল সাদা গেঞ্জি ও জিন্স প্যান্ট।

মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নতুনবাজার ১০০ফিট এলাকার ফ্যামিলি বাজারের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজি অটোরিকশা চালক আবুল কালামের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে নতুন বাজার এলাকায় অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন তিনি। ওই যুবক বাই সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলো। এ সময় অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিএনজি অটোরিকশা চালক আবুল কালামকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]