পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাস (৬২) অপহরণের শিকার হয়েছেন। সঙ্গে তার ড্রাইভার মিরাজও (২৪) অপহৃত হয়েছেন। সোমবার (১২ এপ্রিল) রাত নয়টার দিকে গলাচিপা থেকে পটুয়াখালী শহরের নিজ বাসায় ফেরার পথে এ অপহরণের ঘটনা ঘটে।
পটুয়াখালী পুলিশ আজ ভোরে শিবু লাল দাসের ব্যবহৃত প্রাডো গাড়িটি পরিত্যাক্ত অবস্থায় পটুয়াখালী-কুয়াকাটা সড়ক থেকে উদ্ধার করেছে। পুলিশ জানায়, ড্রাইভারসহ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো শিবু লাল দাস তার ব্যবসায়ীক কাজ সেরে ড্রাইভারকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন। তার মালিকানাধীন আড়ত দাস এ্যান্ড ব্রাদার্সের ম্যানেজার ভবরঞ্জন সরকার জানান, রাত সাড়ে দশটার দিকে তিনি শিবু লাল দাসকে ফোন করেন। কিন্তু ফোন বন্ধ পান। এরপর বিষয়টি পরিবারকে জানান।
এদিকে গভীর রাতে শিবুর ফোন থেকে কল করে ২০ কোটি টাকা মুক্তিপন দাবি করার অভিযোগ করেছেন তার স্ত্রী অনিতা রানী দাস। এ বিষয়ে পটুয়াখালী অতিরিক্ত পুলশি সুপার জানান, শিবু অপহরণের বেশকিছু ক্লু পাওয়া গেছে। এ মুহূর্তে তাকে উদ্ধার করতে জোর অভিযান অব্যাহত রয়েছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]