অস্কারের মঞ্চে প্রকাশ্যে কমেডিয়ান ক্রিস রককে চড় মারার ঘটনার জেরে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স থেকে এবার পদত্যাগ করেছেন সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত উইল স্মিথ। শুক্রবার (১ এপ্রিল) তিনি নিজেই বিষয়টি জানান। এর ফলে এখন আর অস্কারের কোনো আয়োজনে ভোট দিতে পারবেন না তিনি। খবর বিবিসির।
পড়ুন : অস্কারের মঞ্চে উপস্থাপককে চড়, এবার মুখ খুললেন স্মিথের স্ত্রী
এক বিবৃতিতে উইল স্মিথ বলেন, ৯৪তম অস্কার পুরস্কার অনুষ্ঠানে আমার আচরণ ছিল মর্মান্তিক, বেদনাদায়ক ও অমার্জনীয়। আমি যাদের আহত করেছি, তাদের তালিকা অনেক লম্বা। এর মধ্যে আছেন- ক্রিস, তার পরিবার, আমাদের অনেক বন্ধু ও ভালোবাসার মানুষ, অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিটি মানুষ এবং বিশ্বের অসংখ্য দর্শক।
পড়ুন : অস্কারে সেরা অভিনেতা উইল স্মিথ ও অভিনেত্রী জেসিকা
গত ২৯ মার্চ অস্কারের মঞ্চে স্ত্রীকে কটাক্ষ করে কৌতুক বলায় সোমবার উপস্থাপক ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। পরে তিনি অবশ্য ক্রিস রকের কাছে ক্ষমা প্রার্থনাও করেছিলেন।
পড়ুন : চড় মারার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন উইল স্মিথ
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]