বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু হলে খুব দ্রুত ৫৪টি আন্তঃদেশীয় ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ বুধবার (২৩ মার্চ) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।
পাশাপাশি আখাউড়া-আগরতলা প্রকল্পের কাজের ধীরগতির জন্য অসন্তোষ প্রকাশ করেন দোরাইস্বামী। এসময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তাকে আশ্বস্ত করে বলেন, এপ্রিলে সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন করে এ প্রকল্পের পরবর্তী করণীয় ঠিক করা হবে।
বৈঠকে রেলমন্ত্রী ভারত থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলের জন্য ৫৪টি আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করলে যোগাযোগ করা হবে বলে জানান ভারতীয় হাইকমিশনার।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]