রাশিয়ার ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাশিয়ার উদ্দেশ্যে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বিষয়টি নিশ্চিত করেন। সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, রাশিয়াকে অবশ্যই ইউক্রেন সংকট নিরসনে গুরুত্ব দিতে হবে।
এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, বিষয়টি ভেবে দেখছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করে আসছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, হয়তো রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাবে কিংবা ক্রিমিয়ার মতো দখল করে নেবে। অন্যদিকে রাশিয়া বিষয়টি অস্বীকার করেছে।
২০১৪ সালে বিক্ষোভকে পুঁজি করে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এবারও একই পথে হাটবে দেশটি?
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]