ভারতের মুম্বাই শহরের গোয়ালিয়া ট্যাংক এলাকায় ২০ তলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন ৭ এবং আহত ১৫ জন।
শনিবার (২২ জানুয়ারি) সকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর নিশ্চিত করেছে।
আগুন লাগা ভবনটির নাম কমলা বিল্ডিং। ভবনটি মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত হয়েছে ১৮ তলা থেকে।
মুম্বাইয়ের মেয়র কিশোরি পেদনেকার বলেন, আহত ৬ জনের অবস্থা গুরুতর। তাদের পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন। এখন তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সূত্র বলছে, ১৩টি ফায়ারইঞ্জিন ও ৭টি ওয়াটারজেট নিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।
কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে ৫ জন নেয়ার হসপিটালে, একজন কাস্ট্রুবা হসপিটালে ও একজন ভাটিয়া হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]