স্পেনে একটি বৃদ্ধাশ্রমে আগুনে ৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের অগ্নিনির্বাপণ দপ্তর জানায়, বুধবার গভীর রাতে ভ্যালেন্সিয়ার মনকাডা এলাকায় একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছয়টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়।
তারা আরও জানায়, আগুনে পুড়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট তীব্র ধোয়ায় অসুস্থ হয়ে পড়া ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আরও ২৫ জনকে উদ্ধার করা হয়। পরে ভবনটিতে অবস্থানরত মোট ৭০ জনকে নিরাপদে সরিয়ে নেন দমকল কর্মীরা।
স্প্যানিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, শর্ট সার্কিটের মাধ্যমে ভবনে আগুনের সূত্রপাত হয়েছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]