Print

Bhorer Kagoj

নারায়ণগঞ্জবাসীর জন্য শেষ দিন পর্যন্ত কাজ করবো: আইভী

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২২ , ১০:১৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৬, ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বিজয়ের হ্যাটট্রিক করার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এ জয় উৎসর্গ করছি আমার নেত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জের জনগণকে, যারা আমাকে ভোট দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের জন্যও এ জয় উৎসর্গ করছি।

আগামী পাঁচ বছর নারায়ণগঞ্জবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করতে চাই। তাদের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। সব ধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে তাদের জন্য আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাবো।

রবিবার (১৬ জানুয়ারি) রাতে ভোটের প্রাথমিক ফলে বিজয় নিশ্চিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান তিনি।

নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংবাদ সম্মেলনে আইভী বলেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রীর প্রতি, যিনি আমার হাতে নৌকা তুলে দিয়েছেন, আমার দলের প্রতি, যারা আস্থা নিয়ে আমার সঙ্গে কাজ করেছেন, জনসাধারণ, আমার ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা, যারা নিজের জীবন বাজি রেখে আমার জন্য কাজ করেছেন, তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা।

উল্লেখ্য, ১৯২টি কেন্দ্রে আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]