নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে শেষ বেলায় ভোট দিলেন শামীম ওসমান। ভোটের পর নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আই অ্যাম সোলজার অব শেখ হাসিনা (আমি শেখ হাসিনার সৈনিক)। নেত্রী যা বলেন সে অনুযায়ী আমি চেষ্টা করি।
নির্বাচনে প্রতীক না প্রার্থী কোনটি বেশি জরুরি সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রার্থী নয় নৌকা প্রতীকের পক্ষে আমি। নৌকার প্রার্থী জিতবে, যদি বলে কোনো কথা নেই।
বিকেল পৌনে ৪টার দিকে আদর্শ স্কুল কেন্দ্রে তিনি ভোট দেন। তাকে ঘিরে সরগরম হয়ে উঠে ভোটকেন্দ্রটি। চাঞ্চল্য দেখা দেয় ভোটারদের মধ্যে।
শামীম ওসমান সাংবাদিকদের বলেন, প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য। নারায়ণগঞ্জে কারও মাথা ফাটেনি। নারায়ণগঞ্জ শান্তির শহর। জয়,পরাজয় আছে। দেশটা আমাদের সবার। আজ প্রথম ইভিএমে ভোট দিলাম। ভালো লেগেছে। দেশটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। আমি আশা করব নৌকা দ্বিগুণ ভোটে জয়ী হবে।
উৎসবমুখর পরিবেশে আজ নারায়ণগঞ্জে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে সরকার দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার উভয়েই জয়ের বিষয়ে আশাবাদী।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]