Print

Bhorer Kagoj

মাছধরার ট্রলারসহ ২৩ জেলে অপহরণ করেছে জলদস্যুরা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২২ , ১১:৫৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৫, ২০২২, ১১:৫৩ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে সাইফুল ইসলাম ৩ নামক একটি মাছ ধরার ট্রলার ও ২৩ জেলেকে অপহরণ করেছে সশস্ত্র জলদস্যু বাহিনীর সদস্যরা।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫ টায় বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লক্ষ্মীপুর জেলার মাহফুজ মিয়ার মালিকানাধীন এফ. বি. সাইফুল ইসলাম-৩ নামক ওই মাছ ধরার ট্রলারটি আনুমানিক সপ্তাহ খানেক আগে মাছ ধরার যাবতীয় রসদ নিয়ে সমুদ্র যাত্রা করে বলে জানা যায়। এরপর শনিবার ভোররাতে গভীর বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে তাদেরকে সশস্ত্র একটি জলদস্যু অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জেলেদের মধ্যে রয়েছে- ওই ট্রলারের মাঝি আনোয়ার হোসেন, আবুল কালাম, সবুজ, জাকির, জাহের, বশির সহ মোট ২৩ জন জেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদ জানিয়েছেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

র‌্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানিয়েছেন, অপহৃত জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

শনিবার বিকেলে জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, অপহৃত জেলে পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা এবং তাদের ভিতর এক ধরনের হতাশা বিরাজ করছে। আমি কোস্টগার্ড এবং র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছি।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]