Print

Bhorer Kagoj

বাংলাদেশের আইটেম গান করে আলোচনায় নুসরাত (ভিডিও)

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২২ , ১২:০১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৫, ২০২২, ১২:১৩ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

বিতর্ক, সমালোচনা আর নিন্দুকদের নিন্দা- থোরাই কেয়ার করেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার নাচতে দেখা গেল তাকে। মা হওয়ার পর এই প্রথম নাচলেন নুসরাত। আর সেই বিষয় নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।

বাংলাদেশের আইটেম গান ‘নাচ ময়ূরী নাচ’ এর ভিডিওতে নাচতে দেখা যায় তাকে। ভিডিওটি পরিচালনা করেছেন বাবা যাদব। এর সুরকার তাপস, শিল্পী লুইপা। গানটির সঙ্গে নুসরাতের নাচের ভিডিও ইতোমধ্যেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে আপলোড করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

পৌষসংক্রান্তির দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়। গত ৯ জানুয়ারি মুম্বাইয়ে এর শুটিং করেন নুসরাত।

মা হওয়ার পর নুসরাতের মধ্যে কোনো পরিবর্তন এসেছে? বিষয়টি নিয়ে পরিচালক বাবা যাদব বলেন, ছেলের জন্মের পর নুসরাত আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী হয়েছেন। একইসঙ্গে নমনীয়, কমনীয়ও।

গত বছরের ২৬ আগস্ট ছেলেসন্তানের মা হন অভিনেত্রী-সাংসদ নুসরাত। ছেলের নাম রেখেছেন ঈশান।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]