কলেজে পড়ার সময় প্রতিদিন কম্পিউটারের সামনে সেলফি তুলতেন এক ছাত্র। পড়াশুনা শেষে এসব সেলফি নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা ছিলো তার। কিন্তু কখনো ভাবেননি, শখের বশে তোলা সেলফি দিয়ে তিনি কোটিপতি হয়ে যাবেন।
ইন্দোনেশিয়ার সেমারাং শহরের কেন্দ্রীয় একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলবিদ্যায় অধ্যয়নরত সুলতান গুস্তাফ আল ঘোজালি সেলফি তুলে সাড়ে আট কোটিরও বেশি টাকা অর্জন করেছেন।
শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ জানায়, গত ৫ বছর ধরে সুলতান গুস্তাফ এসব সেলফি তুলে আসছিলেন। গ্র্যাজুয়েশনের দিন এসব সেলফি ব্যবহার করে একটি টাইমল্যাপস ভিডিও তৈরির ইচ্ছা ছিলো। কিন্তু এই সেলফিগুলো এক ব্যক্তি কিনে নিলে গুস্তাফ নিজেও অবাক হন। একে একে ৩১৭টি সেলফি বিক্রি করে ১০ লাখের বেশি ডলার বা সাড়ে আট কোটিরও বেশি টাকা অর্জন করেন।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]