Print

Bhorer Kagoj

বাউলের ছদ্মবেশী হেলালকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২২ , ১১:৩৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৪, ২০২২, ১১:৩৪ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

নিজেকে আড়াল করতে ছদ্মবেশ ধারণ করা বগুড়ার একাধিক হত্যা মামলার আসামি হেলাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে তাকে ঢাকা থেকে বগুড়ায় এনে থানায় হস্তান্তরের পর আদালতে তোলা হয়।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১২ বগুড়ার পক্ষ থেকে হেলালকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। এরপর তাকে হাজির করা হয় বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিস্কৃতি হাগিদকের আদালতে।

বগুড়ার আদালত পরিদর্শক সুব্রত কুমার জানান, আদালত তাকে কাস্টডি পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই তাকে ওই আদালতের দোতলায় হাজত খানায় পাঠানো হয়। সেখানে তার সঙ্গে দেখা করতে গেছেন ছেলে হেদায়েতুল ইসলাম শিমুল, মা বিলকিস বেওয়াসহ নিকটাত্মীয়রা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হবে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]