Print

Bhorer Kagoj

ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২২ , ৯:৪৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৪, ২০২২, ৯:৪৯ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ময়মনসিংহের শম্ভুগঞ্জের চায়না মোড়ে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ত্রিশালের কালিবাজার সেনবাড়ির ফজলুল হকের ছেলে বাবু মিয়া (২৫), সোহরাব উদ্দিনের ছেলে ইয়াসিন আলি (১৮) ও ইসলাম মিয়ার ছেলে রিপন মিয়া (২০)।

পুলিশ জানায়, এদিন সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়নামোড় এলাকায় একটি ড্রামট্রাক চলন্ত অবস্থায় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সেটি ছিটকে পড়ে। ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

গুরুতর আহত অবস্থায় অপর এক আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ ট্রাকটিকে আটক করে।

 

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]