Print

Bhorer Kagoj

রানওয়েতে মুখোমুখি বিমান, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রীর

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২২ , ৯:৪৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৪, ২০২২, ৯:৪৫ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের খবর হরহামেশাই শিরোনাম হচ্ছে সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু এবার ঘটতে যাচ্ছিলো ভিন্নধর্মী একটি দুর্ঘটনা। রানওয়েতে ‍মুখোমুখি হয়েছিলো ভারতগামী দুটি বিমান।

ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে। শুক্রবার (১৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এবং আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় গত ৯ জানুয়ারি দুটি ভারতগামী বিমান মুখোমুখি হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় দুটি বিমানে থাকা শতাধিক যাত্রী।

স্থানীয় সময় সকার পৌনে ১০টায় দুবাই থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিলো এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫২৪ বিমানের। প্রায় একই সময় এমিরেটস এয়ারলাইসের ইকে-৫৬৮ বিমানেরও বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিলো। ভুলক্রমে দুটি বিমান একই রানওয়েতে চলে আসে। দুটি বিমান উড্ডয়নের মধ্যে সময়ের ব্যবধান ছিলো মাত্র ৫ মিনিট।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]