Print

Bhorer Kagoj

লক্ষ্মীপুরে শপথের আগেই ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২২ , ৯:৩৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৪, ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন (৬২) মারা গেছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে (প্রাঃ) তার মৃত্যু হয়।

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ইসমাইল। গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ গ্রহণ করা হয়নি। ইসমাইল দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে ১৬ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়।

ইসমাইলের মৃত্যুর বিষয়টি দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসমাইল স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]