Print

Bhorer Kagoj

২৩ লাখ ফাইজারের টিকা আসছে রাতে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২২ , ৭:০০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৪, ২০২২, ৭:০২ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

করোনা ভাইরাস প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচিকে আরও জোরালো করতে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৩ লাখ ডোজ টিকা দেশে আসছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টিকার এই চালান ঢাকায় এসে পৌঁছাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক শুক্রবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লাখ টিকা আসছে। আজ রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এই টিকা আসার কথা রয়েছে। এই টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তা বিমানবন্দ‌রে যাবেন।

সচিব জানান, বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউসে রাখা হবে। এই টিকা শিক্ষার্থীদের দেয়া হবে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]