Print

Bhorer Kagoj

রাণীনগরে ৭ মামলার আসামি ফরহাদ গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২২ , ৬:১৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৪, ২০২২, ৬:১৫ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৭ মামলার আসামি ফরহাদ হোসেন (৩৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বোদলা গ্রামের রক্তদহ বিল এলাকার মাঠ থেকে ওয়ারেন্ট মূলে ও চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত শহিদুল ইসলাম ওরফে শহিদ টাকুর ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত ও গরু চুরি মামলার পলাতক আসামি ফরহাদ হোসেন দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোদলা গ্রামের রক্তদহ বিল এলাকার মাঠে রাণীনগর থানার এসআই সাজ্জাদ হোসেন ও এএসআই সোহেল মান্নান ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরহাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মাঠের জমির মধ্যে কাদাপানিতে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।

ওসি জানান, গ্রেপ্তার ফরহাদের বিরুদ্ধে মাদক, চুরি, অপহরণসহ ৭ টি মামলা রয়েছে। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত ফরহাদকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]