Print

Bhorer Kagoj

মনপুরায় ভোরের কাগজ সাংবাদিকের জামিন লাভ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২২ , ৫:৪০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৩, ২০২২, ৫:৪০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ভোলার মনপুরায় আলোচিত সংঘর্ষের মামলায় ভোরের কাগজের সাংবাদিক সোহাগ মাহামুদ সৈকতের জামিন মঞ্জুর করেছেন মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে আদালতে আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট মো. নুরু মিয়া।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে জামিনের এ আদেশ দেন আদালত।

গত শুক্রবার উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক কিল্লারপাড় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র কারে দুজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১ নম্বর মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীরের ভাই বিআরডিবি চেয়ারম্যান আব্দুস সালাম বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেন। এতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাওয়ার জেরে উদ্দেশ্যপ্রাণোদিতভাবে ভোরের কাগজের মনপুরা প্রতিনিধি সোহাগ মাহামুদ সৈকতকেও আসামি করা হয়।

দৈনিক ভোরের কাগজের সাংবাদিককে আসামি করার খবর প্রকাশ হলে গণমাধ্যমকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]