Print

Bhorer Kagoj

আগামী কর্মসূচির ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিএনপি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২২ , ১:০২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৩, ২০২২, ১:০২ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ওমিক্রনের প্রাদুর্ভাবে সরকার যে বিধিনিষেধ জারি করেছে এর মধ্যে দলের কর্মসূচির চলমান থাকবে কিনা তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিএনপি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান ।

বিধি-নিষেধের মধ্যে দলের কর্মসূচির চলমান থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি চলমান থাকবে কিনা সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মহিলা দলের সভাপতি মহিলা আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন , নির্বাহী কমিটির সদস্য আবেদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]