খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক মোটর সাইকেল আরোহী। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে ডুমুরিয়া থানার জেলের ভাঙ্গা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। ওইদিন ঘটনা স্থলে মারা গেছে আরেক মোটরসাইকেল আরোহী শোভনা গ্রামের আব্দুল আজিজ।
ওই দিন আহত হয় রানাই গ্রামের সিদ্দিক মোল্লা (৫০)। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার সময় মারা যান তিনি। রানাই দাখিল মাদ্রাসার লাইট গার্ডের চাকরি করতেন সিদ্দিক।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]