Print

Bhorer Kagoj

ভোরের কাগজ বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুরু

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১১, ২০২২ , ৭:৫৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১১, ২০২২, ৮:২৮ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলন চরফ্যাশন উপজেলার চর-কুকরি-মুকরী ইউনিয়নে বুধবার বিকেল ৪টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বরিশাল বিভাগের প্রতিনিধিদের রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। বুধবার বিকেল ৪টার দিকে তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

সম্মেলনকে ঘিরে অনুষ্ঠানস্থল চর-কুকরি-মুকরী রেস্ট হাউজে ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। বরিশাল বিভাগের ৬ জেলা ও ৩৭টি উপজেলার প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দৈনিক ভোরের কাগজের বিজ্ঞাপন ব্যবস্থাপক এসএমএ রাজ্জাক, প্রধান অর্থ ব্যবস্থাপক আবদুল করিম সোহাগ, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দি মজুমদার, আইটি ইনচার্জ মেহেদী হাসান নিয়াজ।

অনুষ্ঠান সঞ্চালনায় আছেন মেহেদী হাসান শরিফ দৌলতখান (ভোলা) প্রতিনিধি। এছাড়াও সার্বিক তত্বাবধানে আছেন আবদুল মালেক বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি, আমজাদ হোসেন লালমোহন (ভোলা) প্রতিনিধি, শরিফ আল আমিন তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ও সোহাগ মাহমুদ সৈকত মনপুরা (ভোলা) প্রতিনিধি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ভোলা জেলা প্রতিনিধি এইচএম নাহিদ ও চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি এআর সোহেব চৌধুরী।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]