Print

Bhorer Kagoj

করোনার বিধিনিষেধেও নারায়ণগঞ্জ সিটি নির্বাচন হবে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১১, ২০২২ , ২:১৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১১, ২০২২, ৪:০৮ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ফাইল ছবি

করোনা ঠেকাতে ১১ দফা বিধিনিষেধ জারি করা হলেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও টাঙ্গাইল-৭ আসনসহ ১৬ জানুয়ারির সব নির্বাচন নির্ধারিত সময়ে হবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) করোনার বিধিনিষেধ নিয়ে বৈঠকের পর নির্বাচন ভবনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

তিনি বলেন, এখনও নির্বাচন বন্ধ করার মতো পরিস্থিতি আসেনি। তাছাড়া মাত্র পাঁচ দিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে এসব নির্বাচন। প্রার্থীরা প্রচার চালাচ্ছেন, সব মিলিয়ে নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল-৭ সংসদীয় আসনে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে। তাই ১৬ জানুয়ারি যে সব নির্বাচন হবে তা স্থগিত করার মতো পরিস্থিতি এখনও আসেনি। তবে পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন পর্যবেক্ষণে তিনি আজ দুপুরের পরে সেখানে রওনা দেন।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]