Print

Bhorer Kagoj

লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১১, ২০২২ , ১:১১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১১, ২০২২, ১:২০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

এবার বলিউডের গানের জগতেও করোনার হানা। কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হয়েছেন। অসুস্থ অবস্থায় তাকে আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে। তার উপসর্গ সামান্য রয়েছে। গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন তার বোনের মেয়ে রচনা।

করোনা রিপোর্ট পজিটিভ আসার পর মুম্বাইয়েরই এক হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯২ বছর বয়সী গায়িকাকে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে আপাতত লতা মঙ্গেশকরের চিকিৎসা চলছে। খবর এবিপি নিউজের।

কিংবদন্তি এ গায়িকাকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তার অবস্থা গুরুতর বলে জানা যায়।

উল্লেখ্য, লতা মঙ্গেশকরকে ২০১৯ সালের নভেম্বরে শ্বাসকষ্টের সমস্যা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]