Print

Bhorer Kagoj

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃত্বে শরীফুল-সাজ্জাদ-জসিম

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২২ , ১০:১১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৮, ২০২২, ১০:১১ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার (সিজেএফডি) নতুন কমিটি হয়েছে। এতে দৈনিক জনকণ্ঠের মো. শরীফুল ইসলামকে সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক ও জাগো নিউজের সালাহ উদ্দিন জসিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

শনিবার (৮ জানুয়ারি) ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি। এর আগে শুক্রবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে দ্বিবার্ষিক সাধারণ সভা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সাঈদ আহমেদ খান (ইনকিলাব) ও ফারুক খান (বাংলাদেশ কণ্ঠ)। যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসাইন (দেশ সংবাদ), সাইফুল ইসলাম (জিটিভি), অর্থ সম্পাদক শহীদুল ইসলাম (এসবিসি৭১.কম), দপ্তর সম্পাদক তাহমিনা আক্তার (দৈনিক কালবেলা), তথ্য-প্রযুক্তি সম্পাদক মনির মিল্লাত (একাত্তর টিভি), শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আবু নাছের (এসএটিভি), প্রচার সম্পাদক শরিফুল ইসলাম (দ্য রিপোর্ট), প্রকাশনা সম্পাদক ইমরান মাহফুজ (ডেইলি স্টার), ক্রীড়া-সংস্কৃতি সম্পাদক সোলাইমান সালমান (ডেইলি সান), সমাজ কল্যাণ সম্পাদক হালিম মোহাম্মদ (সংবাদ সারাবেলা), আন্তর্জাতিক সম্পাদক কমল চৌধুরী (সাউথ এশিয়ান টাইমস), ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক জহির আলম সিকদার (আমাদের কণ্ঠ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন- শিমুল মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন), মো. আবু তাহের (দৈনিক প্রভাত), মো. দিদারুল আলম দিদার (বাসস), সা. মো. মসিহ্ রানা (বাংলাদেশ প্রতিদিন), মাইনুল আহসান (এটিএন বাংলা), নাসরিন সুলতানা (সংবাদ সারাবেলা), মো. আবদুল ওয়াদুদ (দৈনিক ইনকিলাব), কামরুজ্জামান বাবলু (নিউ নেশন), মুশফিকুর রহমান (মোহনা টিভি), খান আল আমিন (আরটিভি), খন্দকার আলমগীর হোসেন (আমাদের নতুন সময়), সায়ীদ আবদুল মালিক (দেশ সংবাদ), শাহরিয়ার আরিফ (চ্যানেল২৪), নার্গিস জুঁই (বিটিভি), মাহমুদুল হাসান নাজিম (ডিবিসি টিভি), ফখরুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর), মোশাররফ হোসেন ভূইয়া (বাংলাদেশ কণ্ঠ), শফিকুল ইসলাম সাদ্দাম (দৈনিক দিন প্রতিদিন), শাহ নেওয়াজ বাবলু (দৈনিক মানবজমিন), জহিরুল ইসলাম (কালের কণ্ঠ), আবুল বাশার (এটিএন বাংলা), সাইফুল ইসলাম (মানবকণ্ঠ), শাহাদাত হোসেন রাকিব (ঢাকা পোস্ট), সেরাজুম মুনিরা (জিটিভি), একে সালমান (দৈনিক যুগান্তর), নিজাম উদ্দিন দরবেশ (টাচ নিউজ)।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]