Print

Bhorer Kagoj

দেশজুড়ে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২২ , ১:৪৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৮, ২০২২, ২:০২ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। হিমালয় থেকে ধেয়ে আসা হিমেল বাতাসে জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার (৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিকাল হতেই পঞ্চগড়ে তাপমাত্রা কমতে থাকে। ভোর থেকে সকাল দশটা পর্যন্ত ঠাণ্ডার প্রকোপ থাকে। সকাল দশটার পর সূর্যের দেখা মিললেও কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, চলতি মাসে তাপমাত্রা আরও কমে যাবে। কুয়াশাও বাড়বে। সেই সঙ্গে বাড়বে শৈত্যপ্রবাহ।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]