Print

Bhorer Kagoj

শরীয়তপুরে ভোট কেন্দ্রে সংঘাত, গুলি ও ককটেল বিস্ফোরণ (ভিডিও)

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৫, ২০২২ , ৮:০২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৫, ২০২২, ৮:৪৯ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে ২২ নম্বর দুলু খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিরীয়তপুরের নড়িয়ায় ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের দিকে গুলি ছোঁড়ে পুলিশ। ছবি : ভোরের কাগজ

ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের দুলুখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয়। ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুঁড়ে কেন্দ্র দখল করা হয়।

পুলিশের গুলি চলাকালে একটি ঘরের টিন ধোঁয়ায় আচ্ছন্ন হতে থাকে। ছবি : ভোরের কাগজ

এ সময় নির্বাচনী কর্মকর্তাসহ সাংবাদিকদের অবরুদ্ধ করে গুলি ও বোমা হামলা করা হয়। সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও দুই গণমাধ্যমকর্মীর তিন মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। নির্বাচনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও এ সময় পোড়ানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়।

শরীয়তপুরে সন্ত্রাসীদের ধাওয়া করছে পুলিশ। ছবি : ভোরের কাগজ

পুলিশ ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, বুধবার সকালে নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]