জম্মু ও কাশ্মীরের খুপওয়ারায় কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
রোববার (২ জানুয়ারি) সীমান্তের পাকিস্তানি অংশে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ২৮ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এএস পেন্ডারকার। তিনি দাবি করেন, কেরান সেক্টরে পাকিস্তানি সামরিক বাহিনীর একটি দল অনুপ্রবেশের চেষ্টা করলে আমরা দ্রুত পদক্ষেপ নিই। খবর এনডিটিভির।
এ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাবির মালিক। তিনি পাকিস্তানি সীমান্ত অ্যাকশন টিমের সদস্য বলে আমরা জানতে পেরেছি।
তিনি জানান, ভারত সীমান্তে তাৎক্ষণিকভাবে তার অনুপ্রবেশের চেষ্টা শনাক্ত করা হয়েছে। পরে ভারতের পক্ষ থেকে অতর্কিত হামলা চালিয়ে এ অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। মরদেহের সঙ্গে একটি একে রাইফেল, গোলাবারুদ ও সাতটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে।
ভারতের এই সেনা কর্মকর্তা বলেন, আমাদের কাছে এটি পরিষ্কার যে পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করছে। আমাদের পক্ষ থেকে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ তাদের ফেরত নিতে বলা হয়েছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]