অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন।
গতকাল শনিবার নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সৃজিত নিজেই একটি টুইট করেন। টুইটে সৃজিত জানান, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’
এদিকে ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। দেশটিতে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর মাত্রা ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তাই সংক্রমণ ঠেকাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অস্থায়ী হাসপাতাল বানানোসহ ৫ দফা নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]