Print

Bhorer Kagoj

ভোলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২১ , ১১:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৫, ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক

ভোলার চর কুকরি মুরকিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুজন নিহতের খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চর কুকরি মুরকি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম জানান, ভোরের দিকে জালিয়া খালের পাশে অভিযান চালায় র‌্যাব। এসময় জলদস্যুরা র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই জলদস্যু নিহত হন।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]