Print

Bhorer Kagoj

নারী সহকর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইন্সপেক্টর প্রদীপ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২, ২০২১ , ৭:১৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২, ২০২১, ৭:১৮ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। বুধবার (১ ডিসেম্বর) রাতে আদালতে তার নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া তাকে ক্লোজড করা হয়েছে। ইন্সপেক্টর প্রদীপকে পুলিশ লাইনে এবং ওই নারী কনস্টেবলের ছুটি বাতিল করা হয়েছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]