Print

Bhorer Kagoj

পাসপোর্টের মহাপরিচালকের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২১ , ৬:৫০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২১, ৬:৫০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ই-পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট ও মেশিন রিডেবল ভিসা, ই-গেইটসহ ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে ব্রাজিলের রাষ্ট্রদূতকে জানান। এ সময় রাষ্ট্রদূত মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিং কার্যক্রম পরিদর্শন করেন।

সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে রাজধানীর উত্তরায় পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্সে যান তিনি।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]