Print

Bhorer Kagoj

এবার চট্টগ্রাম নগরীর নালায় পড়ে পা ভাঙল শিক্ষার্থীর

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২১ , ৩:২১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২১, ৩:২১ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় ইয়াসির আরাফাত (২১) নামে এক কলেজে শিক্ষার্থীর নালায় পড়ে পা ভেঙে গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। পরে আহত ইয়াসিরকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইয়াসিরের বন্ধু নাজমুল নীরব বলেন, তারা চার বন্ধু মঙ্গলবার রাতে কাজীর দেউড়ি থেকে হেঁটে সিআরবিতে যাচ্ছিলেন। কিন্তু স্টেডিয়ামের জিমনেসিয়াম-সংলগ্ন নালায় পড়ে যান ইয়াসির। নালার ওই অংশে স্ল্যাব ছিল না। আবার কোনো সতর্কতামূলক নির্দেশনা ছিল না। নালায় পড়ে ইয়াসিনের বাঁ পায়ের হাড় ভেঙে গেছে।

গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত উন্মুক্ত নালা ও খালে পড়ে বিশ্ববিদ্যালয়ছাত্রী, সবজি বিক্রেতাসহ চারজনের মৃত্যু হয়েছে। নগরের মুরাদপুরে চশমা খালে ছালেহ আহমেদের তলিয়ে যাওয়ার ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করেছে মন্ত্রিপরিষদের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।

ইয়াসিরের বাড়ি হালিশহরের চুনা ফ্যাক্টরি এলাকায়। তিনি চট্টগ্রাম কমার্স কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নালায় পড়ে ছাত্রের পা ভাঙার বিষয়টি শুনেছেন বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন। তিনি বলেন, নালার ওপর স্ল্যাব বসানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]