Print

Bhorer Kagoj

চতুর্থ দিন শেষে স্বস্তিতে নেই টাইগাররা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৯, ২০২১ , ৫:২০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৯, ২০২১, ৫:২০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টে সোমবার (২৯ নভেম্বর) সফরকারী পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট হাতে ভালই লড়াই করেছে পাকিস্তান। চতুর্থ দিন শেষে ১০৯ রান তুলেছে সফরকারীরা। আবিদ ৫৬ ও শফিক ৫৩ রানে অপরাজিত আছেন। আগামীকাল মঙ্গলবার জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ৯৩ রান। আর বাংলাদেশের চাই ১০ উইকেট। তাই দুদান্ত বোলিং নৈপুণ্যে প্রদশন করতে হবে তাইজুল-মিরাজদের।

এর আগে গত শুক্রবার (২৬ নভেম্বর) প্রথম দিন ১১৪.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩০ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। আর নিজদের প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এর পর নিজদের দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করতে পারেননি মুমিনুল বাহিনী। পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি জোড়া আঘাত করে বিপাকে ফেললেন স্বাগতিকদের। পঞ্চম ওভারে তিন বলের মধ্যে সাজঘরে ফিরলেন ওপেনার সাদমান ইসলাম ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে ডানহাতি পেসার হাসান আলির শিকার হয়ে দলের বিপদ বাড়ান অধিনায়ক মুমিনুল হক।

এরপর দলের হাল ধরেন মুশফিক-ইয়াসির। দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করে টাইগাররা। চতুর্থ দিন সোমবার (২৯নভেম্বর) মুশফিক-ইয়াসির স্কোর বোর্ডে কত রান তুলতে সক্ষম হন তা দেখতে মুখিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা। এদিন অভিজ্ঞ মুশফিক শুরুতেই হাসান আলীর প্রথম বলে চার মারেন। কিন্তু এক বল ডট দিয়ে তৃতীয় বলেই বোল্ড হয়ে ফেরেন সাজঘরে ফিরেন মুশফিক। তিনি ৩৩ বলে ১৬ রান করেন। এরপর দলের হাল ধরেন লিটন-ইয়াসির। তারা দুজন বড় জুটির সম্ভাবনা দেখাচ্ছিলেন। কিন্তু ঠিক তখন শাহীন আফ্রিদির শর্ট বলে মাথায় আঘাত পান ইয়াসির।

এরপর ১ ওভার খেললেও পরে মাঠ ছেড়ে উঠে যান। তিনি ৭২ বলে ৬টি চারের সাহায্যে ৩৬ রান করেন। এরপর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। তিনি লিটনকে ভালই সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু সাজিদ খানের ঘূর্ণিতে এলবিডব্লিউ হন মিরাজ। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন মিরাজ, তবে লাভ হয়নি। ৪৪ বলে ১১ রান করেন মিরাজ। এরপর ব্যাটিং করতে আসেন ইয়াসিরের কনকাশন বদলি নুরুল হাসান সোহান। তবে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে বেশ দাপটেই ব্যাটিং করছেন লিটন দাস। সেই সঙ্গে টেস্ট ক্যারিয়ারে দশম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। লিটন ৮৩ বলে ৬টি চারের মারে ৫০ রান করেন।

এর আগে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১১৪ করেছিলেন তিনি।হাফসেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন ২০০ রানের লিড। শেষ পর্যন্ত আউট হন শাহীন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে। লিটন ৮৯ বলে ৫৯ রান করেন। এর দুই বল পরেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আবু জায়েদ রাহী। ৫ উইকেট শিকার করেন আফ্রিদি।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]